ডিসেম্বর ২৩, ২০২৪

নাটকের অভিনেত্রী হিসেবেই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কিন্তু চলতি বছর নাটকের চেয়ে ওয়েবফিল্ম নিয়ে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। নাটক করেছেন হাতে-গোনা কয়েকটি।

ফলে গুঞ্জন রটেছে, নাটকে আর অভিনয় করবেন না মেহজাবিন। তবে সম্প্রতি গুঞ্জন উড়িয়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি নাটকেরই মেয়ে। একবারো কোথাও বলিনি যে, নাটক ছেড়ে দিয়েছি। যে জায়গা থেকে আমার উত্থান এবং এতো পরিচিতি, সে জায়গা ছাড়ার কোনো সুযোগ নেই।’

কিন্তু আগের চেয়ে কাজ কমিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে মেহজাবিন বলেন, ‘এখান যেহেতু ওটিটির কাজ করছি, তাই নাটক কম করা হচ্ছে। তাছাড়া মনের মতো স্ক্রিপ্টও পাচ্ছিলাম না। এখন নাটকের চাইতে ওটিটির বিষয়বস্তু ভালো। যারা আগে নিয়মিত নাটক নির্মাণ করতেন, সেই পরিচালকরাও এখন নিয়মিত ওটিটির জন্য কন্টেন্ট নির্মাণ করছেন। ভালো গল্পের প্রস্তাব আসলেই আমি যে কোনো মাধ্যমেই কাজের জন্য প্রস্তত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...