ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার ২৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূৃত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এনার্জি ও মিনারেল বিভাগের সচিব মো. নুরুল আলম। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান নিয়োগের ব্যাপারটি অনুমোদন করা হয়।

প্রসঙ্গত, ২০০৭ সালে দেশের প্রধান পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করেছে ১৫০ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...