জানুয়ারি ২২, ২০২৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় কারখানার তিনজন দগ্ধ হয়। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক কারখানায় আগুন লাগে। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, রাত সাড়ে ৮ টার পর মুন্সীগঞ্জের শেষ সীমানা চর মুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিন সেটের জে কে প্লাস্টিক কারখানার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় দগ্ধ তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...