জানুয়ারি ২২, ২০২৫

আগামী ৬ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘নয়া মানুষ’। আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

বানভাসি মানুষের গল্পে নির্মিত ‘নয়া মানুষ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, রওনক হাসান, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ।

দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

সিনেমাটি নিয়ে পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, বিজয়ের মাসে সিনেমাটি দর্শকরা উপভোগ করতে পারবেন। বানভাসি মানুষের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবিলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। প্রথম সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...