অক্টোবর ২৩, ২০২৪

মিরপুর টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার যেভাবে ভেঙে পড়েছিল, তাতে আজ তৃতীয় দিন প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। তবে এতে বাদ সাধেন মেহেদী মিরাজ আর জাকের আলী। দুজনের শতাধিক রানের জুটিতে দল যেমন লিড পেয়েছে, তেমনই হয়েছে রেকর্ড।

১১২ রানে ৬ উইকেট পতনের পর মেহেদি মিরাজ আর জাকের আলী প্রতিরোধ গড়েন। এই জুটিতেই ইনিংস হার এড়িয়ে লিড নেয় বাংলাদেশ। ৯৪ বলে ক্যারিয়ারের ৯ম ফিফটি পূরণ করেন মিরাজ। বিরতির পর জাকেরও ১০২ বলে অভিষেক টেস্ট ফিফটি তুলে নেন। অবশেষে ৫৮ রানে জাকেরের বিদায়ে জুটির অবসান হয়।

মিরাজ-জাকেরের এই জুটি টেস্টে যে কোনো উইকেটেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে হাবিবুল বাশার ও জাভেদ ওমরের করা ১৩১ রানের জুটি সর্বোচ্চ ছিল। বাংলাদেশের হয়ে টেস্টে সব মিলিয়ে সপ্তম উইকেটে ১২তম শতরানের জুটি গড়েছেন মিরাজ ও জাকের। আগের চারটিতেই ছিলেন মিরাজ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...