জানুয়ারি ১০, ২০২৫

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জাতীয় সংসদের হুইপ নিয়োগ হওয়ায় নড়াইলে আনন্দ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের মুচিরপোল এলাকা থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত নেতারা তাদের বক্তব্যে মাশরাফিকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসানুজ্জামান হাসান, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সর্বেশ্বর গোস্বামী গোলাম সরোয়ার, জাহিদ মেম্বার প্রমুখ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...