সেপ্টেম্বর ২০, ২০২৪

মালিতে এক যাত্রীবাহী নৌকা ও সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গি দল। এতে অন্তত ৪৯ জন বেসামরিক লোক ও দেশটির ১৫ জন সেনা নিহত হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী এ তথ্য জানিয়েছে। এছাড়া অন্তত ৫০ জন হামলাকারীও নিহত হয়েছে বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

মালির সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছে, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সশস্ত্র সন্ত্রাসী দল রারহৌসে আবাকইরা ও জরঘইয়ের মধ্যে কোমানাভের একটি নৌকায় হামলা চালিয়েছে।

নৌকার অপারেটর সংস্থা কোমানাভ পৃথক এক বিবৃতিতে বলা হয়, নৌকাটি নাইজার নদীতে যাচ্ছিল। ওই সময় নৌকাটির ইঞ্জিন লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়।

কোমানভের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলার পর নৌকাটি নদীতে স্থির অবস্থায় ছিল। ওই সময় যাত্রীদের উদ্ধার করতে যায় সেনাবাহিনী।

অন্যদিকে, দেশটির গাও অঞ্চলের বউরেম সার্কেলে সেনা স্থাপনায় হামলা চালিয়েছে সন্ত্রাসী দল। বৃহস্পতিবার এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা চূড়ান্ত জানানো হয়নি। হামলায় অনেকে আহত হয়েছেন। মালির অন্তর্বর্তী সরকার হতাহতের ঘটনায় দেশটিতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *