নভেম্বর ২৫, ২০২৪

koদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) শেয়ারবাজারের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সঙ্গে বৈঠক করবে । এ লক্ষ্যে বিএমবিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে ডিএসই।

মঙ্গলবার (১৪ মে) বিকাল ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আজ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান এক চিঠিতে বিএমবিএ’র প্রেসিডেন্ট ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক মাজেদা খাতুনকে আমন্ত্রণ জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে আপনার নিরলস প্রচেষ্টা এবং অবদানের প্রশংসা করি। ডিএসইর ম্যানেজমেন্ট আগামীকাল মঙ্গলবার (১৪ মে) বিকাল ৩টায় রাজধানীর নিকুঞ্জে ডিএসইর বোর্ড রুমে বিএমবিএ’র অংশীজনদের সাথে পুঁজিবাজারের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা করবে। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাফিজ মো. হাসান বাবু।

এতে বিএমবিএ’র প্রতিনিধিদের সভায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...