জানুয়ারি ২৩, ২০২৫

ইন্টার মায়ামি লিগস কাপের সেমিফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব । হারতে থাকা দলটির সেমিতে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অথচ ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা!

বুধবার ভোরে ৫টায় ফিলডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে মাঠে নামবে মায়ামি। তাতে মেসির খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সোমবার অনুশীলনের সময় চোট পেয়েছেন মেসি। যদিও কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, মেসির চোট এতোটা গুরুতর নয়। তিনি খেলতে পারবেন।

মার্টিনো বলেন, ‘আমি কেবল সেশনের একটি অংশে ছিলাম। তাই ঠিক কী ঘটেছে তা দেখতে পাইনি। তবে এটি যদি গুরুতর কিছু হত, সবাই বিষয়টা জানাতো। যেহেতু সবাই ভাল আছে, তাই আমি আশাবাদী তেমন কিছুই হয়নি।’

এখন পর্যন্ত লিগস কাপে দারুণ ফর্মে আছেন মেসি। মেসির আগমনের পর টানা পাঁচ ম্যাচ জিতেছে মায়ামি। পাঁচ ম্যাচে ৮ গোল করেছেন বিশ্বকাপজয়ী তারকা। তাই শেষ চারেও তার দিকেই তাকিয়ে দল। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, সেমিফাইনালে খেলতে পারবেন তো মেসি?

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...