জানুয়ারি ১১, ২০২৫

মোহাম্মদ হারুন আল রশিদকে মরক্কোতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এই পদে রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদাত হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

আজ বুধবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগের কথা জানানো হয়।

২০তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হারুন আল রশিদ বর্তমানে অটোয়াতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০১ সালে চাকরিতে যোগদানের পর কর্মজীবনে তিনি রোম, কায়রো, মেক্সিকো সিটি, মাদ্রিদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অটোয়ায় বাংলাদেশ মিশনে যোগদানের আগে তিনি মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি উইং-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফেনীর বাসিন্দা মোহাম্মদ হারুন আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক করেছেন। এছাড়াও তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...