জানুয়ারি ১১, ২০২৫

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৮৬তম সভায় সর্বসম্মতিক্রমে উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ মনজুর আলম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দেশের একজন প্রথিতযশা শিল্পপতি মনজুর প্রায় চল্লিশ বছর ধরে নানামুখী ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি এইচএম স্টিল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আলহাজ মোস্তফা হাকিম ব্রিকস লিমিটেডের চেয়ারম্যান, মেসার্স মনজুর আলমের স্বত্বাধিকারী এবং গোল্ডেন ইস্পাত লিমিটেড, তাহের অ্যান্ড কোং লিমিটেড, গোল্ডেন ব্রিক ওয়ার্কস লিমিটেড, গোল্ডেন স্টিল অ্যালয় ওয়ার্কস লিমিটেড, আলহাজ মোস্তফা হাকিম হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট লিমিটেড, গোল্ডেন অক্সিজেন লিমিটেড, আলহাজ মোস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন আয়রন ওয়ার্কস লিমিটেড ও মিউচুয়াল জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...