অক্টোবর ১৮, ২০২৪

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে পুলিশ বাহিনী কোন ধরনের ইমেজ সংকটে পড়বে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, নির্বাচন আসছে, নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের দেবে সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আগেও নিয়েছি এখনো নিচ্ছি। আমি আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু সেগুলো উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব অস্ত্র প্রভাব ফেলবে কিনা- এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কারো কাছে অবৈধ অস্ত্র থাকলে এবং প্রদর্শিত হলে সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে হবে কিন্তু কৌশলগত কারণে আমি এটি বলতে চাচ্ছি না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...