জানুয়ারি ২৩, ২০২৫

আজ মহান ২১ শে ফ্রেব্রুয়ারি, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস। ১৯৭১ বছর আগে এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে রাজপথে নেমেছিলেন বাংলার বীর সন্তানরা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে প্রাণ হারান সালাম, রফিক, জব্বার, বরকত, শফিকসহ আরও অনেকে।

প্রতি বছর দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। ১৯৯৯ সালে জাতিসংঘের স্বীকৃতির পর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সারা বিশ্বেই পালন করা হয় একুশে ফেব্রুয়ারি। সোমবার পালিত হচ্ছে ২১ শে ফেব্রুয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্টে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেটাররা।

সাকিব আল হাসান লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদেরজানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’

তামিম লিখেছেন,‘ মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন,‘যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন,‘ যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদ দের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মুশফিকুর রহিম লিখেছেন,‘ সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

তাসকিন আহমেদ লিখেছেন,‘ আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারী কোনো সংখ্যা নয়, একুশ, সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গিয়েছে।‘

লিটন দাস লিখেছেন, ‘দিনশেষে বাংলাতেই তৃষ্ণা মেটে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
সৌম্য সরকার লিখেছেন, ‘ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দেও না। ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জোত্যি লিখেছেন, ‘বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ…সকল ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

নারী ক্রিকেটার জাহানারা আলম লিখেছেন, ‘সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।বাংলা ভাষা আমার অহংকার।সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...