ডিসেম্বর ২২, ২০২৪

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ছয় ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকেছে। রোববার বেলা ১১টায় মরিচভর্তি ট্রাকগুলো ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম টানা পাঁচদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে আবার শুরু হয়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, পবিত্র ঈদুল আজহা’র কারণে ২৭ জুন মঙ্গলবার থেকে পহেলা জুলাই শনিবার পর্যন্ত পাঁচদিন ছুটি ছিল ভোমরা স্থল বন্দরে।

ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থল বন্দরে কোনো আমদানি ও রফতানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসেনি কোন পণ্য।

বেলা ১১টায় প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি প্রবেশের পর থেকে ফের স্বাভাবিক আমদানি রফতানি কার্যক্রম শুরু হয় বন্দরে। বেলা ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচামরিচ বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।

ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, আজ প্রথম চালানে কাঁচামরিচ বোঝাই ছয়টি ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে।

উল্লেখ্য, মাত্র দুই-তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে ২০০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করলেও বড় বাজারে এখনো এসে পৌঁছেনি। ভারতীয় কাঁচা মরিচ বাজারে এলেই দাম কমবে।

কত কমতে পারে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, এটি নির্ভর করে কী পরিমাণ আমদানি হয়েছে তার ওপর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...