জানুয়ারি ২২, ২০২৫

বক্সিং ডে টেস্টের শুরুতেই বিপদে ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে অভিষেক হওয়া নান্দ্রে বার্গার ও কাগিসো রাবাদার গতির মুখে পড়ে ২৪ রানেই ৩ উইকেট হারায় ভারত।

৫ ও ১৭ রান করে সাজঘরে দুই ওপেনার রোহিত শর্মা ও জসবি জসওয়াল। ২ রানে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা শুভমান গিল।

ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তাকে সঙ্গ দিচ্ছেন স্রেয়াশ আইয়ার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...