আগমীকাল মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে বিশ^কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
সেমিফাইনালের আগে দুই দলের হেড টু হেড রেকর্ড :
শেষ ১০ লড়াই :
২ ফেব্রুয়ারি ২০২০, হ্যামিল্টন : নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
৮ ফেব্রুয়ারি ২০২০, অকল্যান্ড : নিউজিল্যান্ড ২২ রানে জয়ী
১১ ফেব্রুয়ারি ২০২০, মাউন্ট মঙ্গানুই : নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
২৫ নভেম্বর ২০২২, অকল্যান্ড : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
২৭ নভেম্বর ২০২২, মাউন্ট মঙ্গানুই : পরিত্যক্ত
৩০ নভেম্বর ২০২২, ক্রাইস্টচার্চ : পরিত্যক্ত
১৮ জানুয়ারি ২০২৩, হায়দারাবাদ : ভারত ১২ রানে জয়ী
২১ জানুয়ারি ২০২৩, রায়পুর : ভারত ৮ উইকেটে জয়ী
২৪ জানুয়ারি ২০২৩, ইন্দোর : ভারত ৯০ রানে জয়ী
২২ অক্টোবর ২০২৩, ধর্মশালা : ভারত ৪ উইকেটে জয়ী
সবমিলিয়ে ভারত জয়ী ৫৯ ম্যাচে, নিউজিল্যান্ড জয়ী ৫০ ম্যাচে
টাই : ১টি ম্যাচ
পরিত্যক্ত : ৭টি ম্যাচ
সূত্র বাসস।