ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজ শুক্রবারও (৭ ফেব্রুয়ারি) চলছে ভাঙচুর। সেখান থেকে নিম্নআয়ের মানুষ যে যার মতো যা কিছু পাচ্ছেন নিয়ে যাচ্ছেন।
এদিকে, ভাঙা ভবন দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। বলছেন, এই ভবন ভাঙার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি গণহত্যা চালিয়েছেন তিনি।
তারা আরও বলেন, ভারতে পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে।
গত বুধবার রাতে শেখ হাসিনার ভার্চুয়ালি ভাষণের প্রতিবাদে দেশব্যাপী বুলডোজার কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরই পরিপ্রেক্ষিতে ভাঙা হয় শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর।