ডিসেম্বর ২৪, ২০২৪

দেশের পুঁজিবাজারের সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৯টি কোম্পানির সর্বমোট ৩৬ লাখ ৭৭ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪৩ কোটি ২১ লাখ ৮৫ হাজার টাকা।

আজ রোববার (২৭ আগস্ট) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ব্লকে সোনালী পেপারের শেয়ার সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে। আলোচ্য কোম্পানিটি ব্লকে মোট লেনদেন করেছে ২৮ কোটি ০৮ লাখ ৮৫ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসট্রিবিউশনের ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ও তৃতীয় স্থানে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির ১ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, আজ ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ টেক্সটাইলের ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার, সিটি ব্যাংকের ৭৩ লাখ ১৬ হাজার, গ্রামীণফোনের ৬১ লাখ ৫৩ হাজার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ১৯ হাজার, সি পার্ল হোটেলের ৫০ লাখ ১৮ হাজার, এমারেল্ড অয়েলের ৪৫ লাখ ৫১ হাজার এবং ইনট্রাকো রিফিউলিংয়ের ৪৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...