জানুয়ারি ৫, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৯টি কোম্পানির সর্বমোট ৭৬ লাখ ২৪ হাজার ৬২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ২৬ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭৬ লাখ ২৪ হাজার ৬২৮টি শেয়ার ১৪৭ বার হাত বদলের মাধ্যমে ৪১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েল লিমিটেডের। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৫ লাখ টাকার সোনালী পেপারের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...