ডিসেম্বর ২২, ২০২৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ রোববার ০৩ সেপ্টেম্বর ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৫৯ লাখ ৬৭ হাজার ১৩৪টি শেয়ার ১৩২ বার হাত বদলের মাধ্যমে ৩৪ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েলের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার টাকার ইস্টার্ন ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬৬ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...