নভেম্বর ১৫, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ ব্লক মার্কেটে মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিগুলোর মোট ৪৫ লাখ ৬৪ হাজার ৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ৯৩ লাখ টাকা।

আজ বুধবার ৩ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন গ্রমীণফোন লিমিটেডের। কোম্পানিটি ৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সী পার্ল বীচ ৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে. বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ কোটি ১৩ লাখ ৮২ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫৮ লাখ ৭, লাফার্জহোলসিম বাংলাদেশের ১ কোটি ১২ লাখ ২০ হাজার, একমি পেস্টিসাইডের ৮৭ লাখ ৯৬ হাজার, এমারেল্ড অয়েলের ৮১ লাখ ২৬ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৬৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...