জানুয়ারি ১১, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ব্লকে মোট ৫৮টি কোম্পানির মোট ৩০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার ১ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটি ৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে বিকন ফার্মার ৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইড লিমিটেড।

সোমবার ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ১ কোটি ৩৪ লাখ লাখ ৩ হাজার , ওরিয়ন ফার্মার ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার, আলহাজ টেক্সটাইল ১ কোটি ২২ লাখ ২৬, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার, যমুনা ব্যাংকের ৮৩ লাখ ৬০ হাজার, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১’র ৭৫ লাখ ১৫ হাজার এবং সোনালী আঁশের ৫৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...