জানুয়ারি ২৩, ২০২৫

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্টক ডিলার হিসাব এবং মার্চেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সুবিধার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৫ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৮৫৯তম কমিশন সভা গত ১৪ মার্চ কমিশনের সভা কক্ষে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান বাজার পরিস্তিতি বিবেচনায় এবং পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০১৬ সালের ২৮ ডিসেম্বর জারি করা নির্দশনার ১ এর (ক) এবং ২ এর (খ) এর মাধ্যমে স্টক ডিলার হিসাব এবং মার্চেন্ট ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে রক্ষিতব্য প্রভিশন সংক্রান্ত ঐচ্ছিক সুবিধার মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...