ডিসেম্বর ২২, ২০২৪

রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। তিনি রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে রাশিয়া যাচ্ছেন জসীম উদ্দিন।

রোববার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র পররাষ্ট্র সচিবের রাশিয়া যাবার তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাশিয়ার কাজান শহরে ২২-২৪ অক্টোবর ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তবে সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিবের কর্মসূচি নিয়ে কোনো বার্তা দেননি এই কর্মকর্তা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...