ডিসেম্বর ২২, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। দুর্ঘটাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে নিহতদের এখনো নামপরিচয় জানা যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...