নভেম্বর ২৬, ২০২৪

ব্রহ্মপুত্র নদের উপর ৭৩০ দশমিক ৯০ মিটারের সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৫ টাকা। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে (এনডিই) দিয়ে এ সেতু নির্মাণের অনুমোন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

একই সঙ্গে বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের আওতায় মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কনসালটেন্সি সার্ভিসের ব্যয় ৩ কোটি ১৮ লাখ বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

সোমবার (২৭ মে) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলার সদর উপজেলার পান্ডাপাড়া পাকা সড়ক-পয়েস্তিরচর হয়ে মিলেনিয়াম বাজার হয়ে মৃধা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এবং মিলেনিয়াম বাজার হয়ে মৃধাপাড়া ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাড় সড়কে ৪৩০০ মিটার চেইনেজে ব্রহ্মপুত্র নদের উপর ৭৩০ দশমিক ৯০ মিটারের সেতু নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৫ কোটি টাকা। সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ঢাকা।

সচিব বলেন, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প’ এর আওতায় মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কনসালটেন্সি সার্ভিসের সংশোধিত চুক্তিমূল্য (ভেরিয়েশন) প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

ভেরিয়েশন বাবদ ব্যয় বেড়েছে ৩ কোটি ১৮ লাখ ৭ হাজার ৬৪৩ টাকা। মূল চুক্তিমূল্য ছিল ২১ কোটি ২৫ লাখ ২২ হাজার ৫৬০ টাকা। সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২৪ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ২০২ টাকা। সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান হলো ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ডিপিডিএস) ইন অ্যাসোসিয়েশন (জেভি), সঙ্গে এসিই ঢাকা (বিডি), অ্যাপটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...