নভেম্বর ১৬, ২০২৪

ব্যাটিং তাণ্ডব চালিয়ে সাজঘরে ফিরলেন কুশাল মেন্ডিস। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ফিফটি পূর্ণ করে ফেরেন মেন্ডিস। রিশাদ হোসেনের করা ১৪.৪ তম ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন কুশাল মেন্ডিস। তার আগে ৩৬ বলে ৬টি চার আর তিন ছক্কায় করেন ৫৯ রান।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৩৭ রানে ফেরেন আভিস্কা ফার্নান্দো ও কুশাল মেন্ডিস।

পেস বোলার শরিফুল ইলসালের পর শ্রীলংকা শিবিরে তাসকিনের আঘাত। ৩৭ রানে ২ উইকেট হারাল সফরকারীরা।

ইনিংসের শুরুতেই উইকেট হারাল শ্রীলংকা। পেসার শরিফুলের করা প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লংকান ওপেনার।

এরপর দলীয় ৩৭ রানে তাসকিন আহমেদের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নাামা কুশাল মেন্ডিস। তিনি ১৪ বলে এক চার আর দুই ছক্কায় ১৯ রান করে ফেরেন।

সিরিজ শুরুর আগের দিন রোববার শান্ত বলেন, ‘অধিনায়ক না থাকলেও রান করতে হবে। অধিনায়ক থাকলে যে আলাদা করে রান করতে হবে এরকম কিছু না। সবার আগে আমি একজন ব্যাটার। ব্যাটিংয়ে নামলে আমার কাজ দলের জন্য রান করা। তারপর আমার যে দায়িত্ব আছে সেটা ঠিকঠাক করা। আলাদাভাবে দেখছি না যে আমি অধিনায়ক তাই ব্যাটিংয়ে আমার অতিরিক্ত অনেক কিছু করা লাগবে।’

এখন পর্যন্ত দুই দল ১৩টি টি-টোয়েন্টি খেলেছে। বাংলাদেশ জিতেছে মাত্র চারটিতে। র‌্যাংকিংয়েও এগিয়ে লংকানরা। লংকান কোচ বলেন, ‘আমি তো বললাম শ্রীলংকাই ফেভারিট। তবে দুদলই খুব ভালো, দারুণ লড়াই হবে। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।’

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দুই দলই কাছাকাছি। শ্রীলংকা আটে, বাংলাদেশ নয়ে। এই সিরিজ জিতলেই শ্রীলংকাকে টপকে আটে উঠে যাবে বাংলাদেশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...