জানুয়ারি ২২, ২০২৫

দেশে ক্ষমতার পালাবদলের পর পদত্যাগের ‘মৌসুম’ চলছে। সরকারি এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদধারীরা কেউ স্বেচ্ছায়, কেউ দাবির মুখে পদত্যাগ করছেন। ক্রীড়াঙ্গনেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তাদের পদত্যাগের দাবি উঠেছে। এর মধ্যে পদত্যাগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে জাতীয় দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকেও।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত চরিত্রের মধ্যে অন্যতম এই লংকান কোচ। তাকে নিয়ে দেশের ক্রিকেটভক্তদের মিশ্র অনুভূতি রয়েছে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর তার জায়গা নড়বড়ে হয়ে যায়। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং বোর্ড তাকে সমর্থন দিয়ে গেছে।

দুই টেস্টের সিরিজ খেলতে এখন পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে আগামী ২১ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তরা। এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের সময় হাথুরুকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি।’

তবে বোর্ড চাইলে সরে যেতেও আপত্তি নেই এই লংকান কোচের, ‘বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...