নভেম্বর ২২, ২০২৪

তুরস্কের আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। কে বা কারা হামলা চালিয়েছে তাও জানা যায়নি।

দেশটির স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের এই শব্দ পাওয়া যায়। বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, দুই সন্ত্রাসীর একজন বিস্ফোরণে নিহত হন এবং অপরজনকে কতৃপক্ষ ‘নিষ্ক্রিয়’ করেছে। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘সকাল সাড়ে ৯টার দিকে দুইজন সন্ত্রাসী হালকা সামরিক যানে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক সচিবালয়ের প্রবেশপথের সামনে এসে পৌছায় এবং বোমা হামলা চালায়।’

আঙ্কারায় অবস্থান করা এএফপি সংবাদদাতা জানান, আজ সন্ধ্যার দিকেই পার্লামেন্ট ভবনে অধিবেশন হওয়ার কথা ছিল।

তুরস্কের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, পার্লামেন্ট এলাকায় গোলাগুলির শব্দও পাওয়া গেছে। ঘটনাস্থলে জরুরি পরিষেবার দলগুলো যাচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...