ডিসেম্বর ২৭, ২০২৪

বৈশ্বিক বাজারে কমেছে স্বর্ণের দাম। তবে এখনো এর দাম বৈশ্বিক বাজারে তুলনামূলক সংকুচিত সীমার মধ্যে ওঠানামা করছে। কারণ বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের জন্য অপেক্ষা করছেন।

তথ্য বলছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭০৯ ডলার ৬০ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭১২ ডলার ৩০ সেন্টে।

ফিউচার মার্কেটে নিম্নমুখী প্রবণতা ও এক্সচেঞ্জগুলোর মাধ্যমে লেনদেন হওয়ার পণ্যের বহিঃপ্রবাহ সত্ত্বেও এ বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর মধ্য দিয়ে চাহিদা মহামারীপূর্ব অবস্থায় ফিরে গিয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...