নভেম্বর ১৪, ২০২৪

তৈরি পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড ইয়েলো’র ধানমন্ডি শোরুমে আগুন দেওয়া হয়েছে। আগুনে শোরুমটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আজ রোববার বিকাল ৪টার দিকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

ইয়েলোর শোরুমটি ধানমন্ডির ২ নাম্বার সড়কের একটি পাঁচতলা ভবনে অবস্থিত। এই ভবনের চারতলা পর্যন্ত শোরুম ও ইয়েলো ক্যাফে নামের একটি রেস্তোরাঁ রয়েছে। পঞ্চম তলায় অন্য একটি প্রতিষ্ঠানের অফিস।

জানা গেছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষোভের কারণে তারা পৌঁছাতে পারেননি। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। তবে ততক্ষণে পুরো ভবনটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

ইয়েলো হচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। বেক্সিমকোর ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।

আজ রাজধানীর বিভিন্ন এলাকার মত ধানমন্ডিতেও বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক এবং আওয়ামীলীগ ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছে। বিকালে আন্দোলনকারী ও আওয়ামীলীগ-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে কে বা কারা ইয়েলোর শোরুমটিতে আগুন দেয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...