নভেম্বর ২১, ২০২৪

বিসিএস কম্পিউটার সিটির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকার আইডিবি ভবনে শুরু হয়েছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪।’ আজ সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় এই মেলার উদ্বোধন করা হয়, যা চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। মেলায় অংশ নিয়েছে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড এবং সেখানে রয়েছে আকর্ষণীয় ছাড়, নিশ্চিত উপহার, প্রতিযোগিতা ও চাকরির সুযোগ।

মেলার আয়োজকরা জানান, এই ছয় দিনব্যাপী মেলায় প্রযুক্তিপ্রেমীদের জন্য রয়েছে অসংখ্য অফার এবং আকর্ষণীয় সব পুরস্কার। মেলা চলাকালীন প্রতিদিন ল্যাপটপ, সাইকেল, স্পিকার, মোবাইল ফোন, গ্যাজেটসহ নানা পুরস্কার জেতার সুযোগ থাকছে। দর্শনার্থীরা মেলা প্রাঙ্গণে ‘সিটি আইটি জব বুথ’ এ সিভি জমা দিয়ে দেশি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার সুযোগও পাবেন।

বিসিএস কম্পিউটার সিটির মানেজমেন্ট কমিটির সভাপতি এ. এল. মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, “২৫ বছর পূর্তি উপলক্ষে সম্মানিত ক্রেতাগণদের জন্য বিশেষ ছাড় ও নিশ্চিত উপহারের ব্যবস্থা করেছি। ক্রেতাদের সেবা নিশ্চিত করার জন্য একটি বিশেষ কমিটি সার্বক্ষণিক কাজ করছে।”

তিনি আরও জানান, এই মেলায় আসুস, এমএসআই, গিগাবাইট, দাহুয়া, হিকভিশন, লেনোভো এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডসহ অন্যান্য বড় ব্র্যান্ডগুলোর সমাগম ঘটেছে। এ ছাড়াও আইডিবি কর্তৃপক্ষের সহযোগিতায় এই মেলার আয়োজনকে সফল করতে বিশেষ ধন্যবাদ জানান তিনি।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান বলেন, ‘এবারের মেলাটি দেশের সর্ববৃহৎ আইসিটি ফেয়ার হিসেবে পরিচিত হবে। গিগাবাইটসহ বিভিন্ন বড় ব্র্যান্ড তাদের পণ্য নিয়ে উপস্থিত হয়েছে এবং বিশেষ ছাড় অফার করছে। তিনি গিগাবাইট স্টলে এসে ক্রেতাদের পুরস্কার জিতে নেওয়ার আহ্বান জানান।’

সামান্তা কম্পিউটারের প্রোপাইটার ইঞ্জিনিয়ার সাইফুর রহমান বলেন, এবারের মেলায় ১১.১১ ক্যাম্পেইনের অধীনে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা প্রযুক্তিপণ্য সেল করছি। সঙ্গে র‌্যাফেল ড্র-এর ব্যবস্থা রয়েছে, যেখানে মোটরসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ আছে। হোলসেল প্রাইসে-পণ্য বিক্রি করছি।

‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’ এর আয়োজনটি প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি বিশেষ সুযোগ এনে দিয়েছে, যেখানে তারা সাশ্রয়ী দামে পছন্দের পণ্য কেনার পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিতে এবং কর্মসংস্থানের সুযোগ পেতে পারছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।

মেলার বিভিন্ন পৃষ্ঠপোষক গেমিং প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মেলায় যা যা থাকছে

মেগা ডিসকাউন্ট : নির্দিষ্ট পণ্যে বিশাল ছাড়, যা দেশের যেকোনো প্রযুক্তি পণ্য মেলার মধ্যে অন্যতম।নিশ্চিত উপহার: প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রয়েছে, যা মেলাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ক্যাশব্যাক অফার : নির্দিষ্ট পণ্য কেনাকাটায় ক্যাশব্যাকের সুবিধা।

স্ক্র্যাচ অ্যান্ড উইন : স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে বিশেষ পুরস্কার জেতার সুযোগ।

প্রতিযোগিতাসমূহ : গেমিং কম্পিটিশন, আর্ট কম্পিটিশন এবং ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন এবং আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।

জব অপারচুনিটি : বিভিন্ন প্রতিষ্ঠিত দেশি ও বিদেশি আইটি কোম্পানিতে চাকরির সুযোগ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...