ডিসেম্বর ২৩, ২০২৪

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এদিকে এবারের ওয়ানডে বিশ্বকাপে ৬ ভেন্যুতে নিজেদের ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে মুম্বাই, কলকাতা, পুনে, ধর্মশালা, দিল্লি এবং চেন্নাইয়ে হবে বাংলাদেশের খেলা। বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনেই মাঠে নামবে তামিম ইকবালের দল। ৭ অক্টোবর ধর্মশালাতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ১৪ অক্টোবর চেন্নাইয়ে হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড লড়াই।

ভারতের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে পুনেতে, ১৯ অক্টোবর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে ২৪ অক্টোবর খেলবেন সাকিব আল হাসানরা। বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া দলের বিপক্ষে বাংলাদেশের খেলা ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে। একই মাঠে বাবর আজমের পাকিস্তানের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। ৩১ অক্টোবর মাঠে গড়াবে ম্যাচটি। বাছাই পর্বে রানার্সআপ হওয়া দলের সঙ্গে বাংলাদেশের খেলা দিল্লিতে ৬ নভেম্বর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

এদিকে ভারত-পাকিস্তানের দ্বৈরথ হবে আহমেদবাদে ১৫ অক্টোবর। রাউন্ড রবিন পদ্ধতি হওয়ায় প্রতিটি দলের বিপক্ষেই একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দেশগুলো। ৫ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। মাঝে ১৫ ও ১৬ নভেম্বর হবে সেমিফাইনাল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...