ডিসেম্বর ২৩, ২০২৪

ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ হবে কলকাতার ঐতিহাসিক ভেন্যু ইডেন গার্ডেন্স। যেখানে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের ম্যাচ রয়েছে দুটি।

বিশ্বকাপ শুরু হতে যেখানে দুই মাসও বাকি নেই, ঠিক তখনই আগুন লাগল স্টেডিয়ামের অ্যাওয়ে দলের ড্রেসিং রুমে। যদিও গতকাল গভীর রাতে লাগা সেই আগুন ছোট মাপের ছিল বলে জানায় বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)।
বুধবার রাত ১২টার আশপাশে ইডেনে অ্যাওয়ে দলের সাজঘরে আগুন লাগে। প্রাথমিক অনুমানের ভিত্তিতে দমকল জানিয়েছে, সেই সাজঘরের ভেতরে যে ‘স্টিম রুম’ রয়েছে, সেখানেই কোনো ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাজঘরে সাধারণত স্টিম রুম, সনা বাথ থাকেই। ক্রিকেটাররা চাপ কমানোর জন্যে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনও একটি ব্যবহার করেন। সেই স্টিম রুমে আগুন লাগা কিছুটা চিন্তায় ফেলেছে সিএবিকে।

গত শনিবার ইডেন পরিদর্শনে এসেছিল আইসিসি এবং বোর্ডের প্রতিনিধিদল। ইডেনের পরিকাঠামো নিয়ে এমনিতে কোনও সমস্যা নেই। মাঠ বা গ্যালারি মোটামুটি ঠিকই আছে। কিন্তু অন্দরসজ্জার ক্ষেত্রে বেশ কিছু জিনিসে জোর দেওয়া হয়েছে। তার মধ্যে শৌচাগার, ফুড কোর্ট, হসপিটালিটিতে বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে। বদলে ফেলা হচ্ছে মূল প্রবেশপথ, সাজঘর এবং নীচের তলার অন্দরসজ্জা। সেই কাজ করতে গিয়েই বিপদ হয়েছে।

শনিবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আইসিসি এবং বোর্ডের প্রতিনিধিদল সব কিছু দেখে খুশি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার পরিদর্শনে আসার কথা রয়েছে তাদের। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব কাজ শেষ করে ফেলতে হবে। স্নেহাশিস আশাবাদী ছিলেন, নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ করে ফেলতে পারবেন তারা। কিন্তু বুধবারের পর পরিস্থিতি বদলে গিয়েছে। হয়তো খুব বেশি মাথাব্যথা নেই। কিন্তু বোর্ড বা আইসিসি কর্তাদের কানে নিশ্চয়ই আগুন লাগার খবর পৌঁছেছে। নতুন করে কোনও নির্দেশ আসে কি না, আপাতত চলছে তারই অপেক্ষা।

দমকল সূত্রে খবর, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইডেনের সাজঘর মেরামতের কাজ চলছিল। বুধবার রাত ১১টা ৫০ নাগাদ আচমকা ধোঁয়ায় ভরে যায় সাজঘর। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গেই দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পিছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। সাজঘরে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি। ’

এদিকে ইডেনে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩১ অক্টোবর একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দুটো ম্যাচই দিবা-রাত্রির।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...