জানুয়ারি ২২, ২০২৫

আগামী মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নব্ম আসর। টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে সম্ভাব্য ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন সাবেক তারকা ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বলেন, ওয়েস্ট ইন্ডিজের ভালো করা উচিত। তাদের অনেক তারকা রয়েছে, তারা দল হিসেবে ভালো করবে। এছাড়া ভারত ভালো করবে।

২০০৭ সালের স্মৃতি চারণ করে লারা বলেন, ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমরা ভারতের বিপক্ষে হেরে যাই। আমার বিশ্বাস এবারো ভারত-ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে খেলবে এবং উইন্ডিজ শিরোপা জিতবে।

১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন গ্রুপে কারা-
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওমান।

গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি

গ্রুপ ডি: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...