সেপ্টেম্বর ২১, ২০২৪

কদিন আগেই নবরাত্রী ও কালীপূজার কারণে বিশ্বকাপ সূচিতে বড় পরিবর্তন এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। এবার বিশ্বকাপের সূচি পরিবর্তনের আহ্বান জানিয়েছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)।

বিশ্বকাপে হায়দরবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড। এরপরের দিন অর্থাৎ ১০ অক্টোবর একই মাঠে খেলার কথা রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার। এই দুটি ম্যাচের সূচিই পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদিও তাদের এই প্রস্তাব উড়িয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা জানিয়েছে বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে আর সূচি পরিবর্তন করা সম্ভব নয়। এরই মধ্যে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে এরই মধ্যে বৈঠক হয়েছে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হেমাং আমিনের।

তার সঙ্গে বৈঠকের বিস্তারিত জানিয়ে এইচসিএ সদস্য দূর্গা প্রসাদ বলেছেন, ‘আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেছি এবং তারা ইঙ্গিত দিয়েছে এই মুহূর্তে সময়সূচী পরিবর্তন করা সম্ভব নয়। তাই, আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে সহযোগীতার আশ্বাস দিয়েছি। আমরা বুঝতে পেরেছি বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ইতোমধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছেন। আমাদের জানানো হয়েছে যে শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করা চ্যালেঞ্জিং এবং সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের ব্যবস্থা করছি। আমাদের শহরের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তিনি সম্পূর্ণ সহযোগীতার আশ্বাস দিয়েছেন।’

দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, হায়দরাবাদে অনুষ্ঠিত হওয়া প্রতিটি ম্যাচে বিভিন্ন স্তর মিলিয়ে তিন হাজার পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন এবং এর বেশিরভাগ পুলিশই থাকবেন পাকিস্তানের টিম হোটেলে। এই কারণেই স্থানীয় পুলিশ এইচসিএকে জানিয়েছিল, ৯ অক্টোবর নেদারল্যান্ডস-নিউজিল্যান্ডের ম্যাচটি হলে পরের দিনের নিরাপত্তা দিতে সমস্যা হবে তাদের। এদিকে তৎক্ষণাৎ ব্যাপারটি বিসিসিআইকে জানিয়েছে এইচসিএ। এরই মধ্যে এই বিষয়টি খারিজ করে দিয়েছে বিসিসিআই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *