জানুয়ারি ১০, ২০২৫

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দেওয়া আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে দেশের তাপমাত্রা

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই মেঘ জমে থাকতে দেখা গেছে ঢাকার আকাশে। সকাল ৮টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এমনকি খুব সকালে কুয়াশার ফোঁটা বৃষ্টির মতো শরীরে অনুভূত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...