জানুয়ারি ১১, ২০২৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে মাথায় বলের আঘাত পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। রোববার তার মাথায় বল লাগার পরপরই ক্রিকেটাঙ্গনে ভয় ছড়িয়ে পড়েছিল। তাকে দ্রুত নেওয়া হয়েছিল হাসপাতালে। কান বরাবর মাথার খুলিতে বল লেগে ক্ষত সৃষ্টি হয়েছিল।

ক্ষত স্থানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছিল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, চিন্তার কিছু নেই। তবে মুস্তাফিজকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এবার কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়েছে, মুস্তাফিজ পুরোপুরি বিপদমুক্ত।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহেদুল ইসলাম জানিয়েছেন, তার মাথার ক্ষত স্থানে পাঁচটি সেলাই লেগেছে। আজ (সোমবার) থেকে তার ক্ষত স্থানে ড্রেসিং করা শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...