জানুয়ারি ২২, ২০২৫

৭৭ রানে ৭ উইকেট পতনের পর মনে হয়েছিল রংপুর হয়তো একশ রানের আগেই অলআউট হবে। দলের এমন কঠিন বিপদে একাই ত্রাণকর্তার ভূমিকায় অংশ নেন শামিম পাটোয়ারি। তিনি অষ্টম উইকেটে পেস বোলার আবু হায়দার রনির সঙ্গে মাত্র ৩১ বলে ৭২ রানের অনবদ্য জুটি গড়ে তুলেন।

আবু হায়দার রনি ইনিংসের এক প্রান্ত আগলে রাখেন। অন্য প্রান্তে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলীয় স্কোর মোটাতাজা করেন শামিম পাটোয়ারি। তিনি মাত্র ২৪ বলে ৫টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ৮৯ বলে ৭৭ রান করা রংপুরের পরের ৩১ বলে ৭২ রান তুলে।

শামিম পাটোয়ারির কল্যাণেই ১২০ বলে ৭ উইকেটে ১৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে সক্ষম হয় রংপুর।

বিধ্বংসী ইনিংস খেলার পর শামীম পাটোয়ারি বলেন, ‘আসলে আমার নিজের ওপর বিশ্বাস ছিল, আমি যদি ফিনিশিং করতে পারি, তাহলে দলের জন্য ভালো কিছু দিতে পারব।’

উইকেটের চারপাশে মারা অবিশ্বাস্য শট নিয়ে তিনি যোগ করেন, ‘আসলে এগুলো আমার তৎক্ষনাৎ সিদ্ধান্ত। এগুলো আমি ভালো খেলি। চেষ্টা করেছি, সফল হয়েছি।’

অষ্টম উইকেটে ৩১ বলে ৭২ রানের অনবদ্য জুটির পর শামীম বলেন, ‘আসলে রনি ভাই অনেক ভালো ব্যাটিং করে। আমি জানি, উনি একটা বল পেলে একটাই ছক্কা মারতে পারবে। তাই আমরা নরমালই ছিলাম। তাছাড়া আমি সব সময়ই রেডি থাকি। যে জায়গায়ই নামায়, রেডি থাকি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...