ডিসেম্বর ২২, ২০২৪

ভারতে ব্যাপকহারে বাড়ছে বিদেশি বিনিয়োগ। ফলে এক বছরের বেশি সময় পর দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।

জানা যায়, গত ১৪ জুলাই পর্যন্ত ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই) বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করা হয়েছে ৬০ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। গত এক সপ্তাহে ভারতের রিজার্ভ বেড়েছে ১ হাজার ২৭৪ কোটি ডলার। এটি গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে সর্বশেষ ২০২২ সালের মে মাসে ৬০০ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ ছিল ভারতের। সে হিসাবে দীর্ঘ ১৫ মাস পর দেশটির রিজার্ভ আবার ৬০ হাজার কোটি ডলারের ঘর ছাড়াল।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড কেনার পরিমাণ বাড়িয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে অন্যান্য কিছু মুদ্রার দামও বেড়েছে। ভারতের মোট রিজার্ভের পরিমাণ বৃদ্ধির পেছনে এসব কারণও কাজ করেছে। আরবিআইয়ের কাছে থাকা বৈদেশিক মুদ্রার দুই-তৃতীয়াংশের বেশি মার্কিন ডলার রাখা আছে। বাকি অর্থ রয়েছে ইউরো, ইয়েন, পাউন্ড ও চীনা মুদ্রা রেনমিনবিতে।

এর আগে প্রথমবারের মতো ভারতের রিজার্ভ ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল ২০২১ সালের জুনে। ওই বছর রেকর্ড পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসে দেশটিতে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পায়।

তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর গত বছর থেকে বৈদেশিক মুদ্রা বিনিময় বাজারে অস্থিরতা তৈরি হয়। ফলে তখন অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করতে বাধ্য হয় ভারতের কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে মূল্যস্ফীতির চাপে থাকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করলে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা বন্ডের দাম কমে যায়। এসব কারণে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ধাক্কা লাগে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...