জানুয়ারি ২২, ২০২৫

ছাত্রদের আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। গতকাল সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপরই দেশের পথে পথে শুরু হয় বিজয়োল্লাস। সে উৎসবে যোগ দিয়েছিলেন দেশের অন্যতম সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

সোমবার (৫ আগস্ট) বিকেলে সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ করেন নাট্য নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি। সেসব ছবিতে দেখা যায় অভিনেত্রী মেহজাবীনকে। মুখে বিজয়ের হাসি নিয়ে ‘লাভ সাইন’ দেখান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আদনান আল রাজিব। ‘ভি সাইন’ দেখিয়ে আনন্দ প্রকাশ করেছেন এই বিজ্ঞাপন নির্মাতা।

এছাড়া পরিচালক মোস্তফা সরয়ার ফারুকি, আশফাক নিপুণ, অভিনেত্রী সাবিলা নূরসহ অনেকেই সামাজিক মাধ্যমে তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্ট দিয়েছেন। একইসঙ্গে সহিংসতা পরিহার করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...