ডিসেম্বর ২২, ২০২৪

তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১০ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বৃহস্পতিবার (১১ মে) বিকালে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-ইসলামিক ফাইন্যান্স, ইউনাইটেড ফাইন্যান্স, ইস্টার্ন কেবলস, বিডি থাই ফুড, লিন্ডে বিডি, ঢাকা ব্যাংক, রিলায়েন্স ইন্সুরেন্স, নিটোল ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স ও এশিয়া ইন্সুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ইসলামিক ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে এবং জানুয়ারি-মার্চ’২৩ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

বাকি কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলস ও বিডি থাই ফুড চলতি ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আর ইউনাইটেড ফাইন্যান্স, লিন্ডে বিডি, ঢাকা ব্যাংক, রিলায়েন্স ইন্সুরেন্স, নিটোল ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স ও এশিয়া ইন্সুরেন্স চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ’২৩ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...