ডিসেম্বর ২৫, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৫ দশমিক ২৫ শতাংশ শেয়ার কিনেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বেক্সিমকো লিমিটেড বিএসইসির সোয়া ১৫ কোটি শেয়ারের মধ্যে ৮০ লাখ ৮ হাজার ৯০টি শেয়ার কিনেছে। যা কোম্পানিটির ইস্যুকৃত মোট শেয়ারের ৫ দশমিক ২৫ শতাংশ। বিএসইসির পর্ষদ সভায় বেক্সিমকো পরিচালক হিসেবে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগের বিএসসির পর্ষদ সভায় বেক্সিমকোর শেয়ারহোল্ডারদের পরিচালক হিসেবে পর্ষদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির শেয়ার রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ১৩৩ টাকা ৫০ পয়সায়।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২২) বেক্সিমকোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ১১ পয়সা। তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৫ টাকা ৪১ পয়সা।

এর আগের ২০২১-২২ অর্থবছরে বেক্সিমকোর ইপিএস দাঁড়ায় ১৪ টাকা ৩২ পয়সায়। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ারপ্রতি ৩ টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...