ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ বখতিয়ার রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদানসহ নানাভাবে আইন লংঘনের প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অন্যদিকে কোম্পানির পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত একটি মিথ্য তথ্য যাচাই না করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
cwt

সূত্র অনুসারে, সম্প্রতি অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিছুদিন আগে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত মিথ্যা তথ্য পাঠিয়েছে। আর স্টক এক্সচেঞ্জ তা যাচাই না করেই ওয়েবসাইটে প্রকাশ করেছে।

কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে শেয়ারহোল্ডারদের শেয়ার ধারণ সংক্রান্ত মিথ্যা বিবরণী পাঠিয়েছে।

ভুল তথ্যের মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করেছে।

বিধি অনুসারে, এ ধরণের বিবরণীতে কোম্পানি সচিব স্বাক্ষর করার কথা থাকলেও আলহাজ্ব টেক্সটাইলের ক্ষেত্রে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ বখতিয়ার রহমান তাতে স্বাক্ষর করেছেন।

অন্যদিকে আইন অনুসারে, কোম্পানির পরিচালক বা সংশ্লিষ্ট কর্মকর্তা না হলে পর্ষদ সভায় উপস্থিত থাকা নিষিদ্ধ হলেও আলহাজ্ব টেক্সটাইলের পর্ষদ সভায় এমন ব্যক্তির উপস্থিতিতে নানা মূল্য সংবেদনশীল তথ্য নিয়ে আলোচনা হয়েছে।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আলহাজ্ব টেক্সটাইলের অবস্থা বেশ কয়েক বছর ধরেই নাজুক। কোম্পানিটির বিরুদ্ধে খেলাপী ঋণের মামলা করেছিল অগ্রণী ব্যাংক। কয়েক বছরেও এর চূড়ান্ত সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে কোম্পানিটির পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি। কিন্তু উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের দ্বন্দ্বের কারণে এ পর্ষদও ঠিকমত কাজ করতে পারেনি। বাধ্য হয়ে বিএসইসি আবারও পর্ষদ পুনর্গঠন করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...