জানুয়ারি ২২, ২০২৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) একটি দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুঁজিবাজারকে আরো এগিয়ে নিতে আইএফসি’র কাছে সহযোগিতা চেয়েছে বিএসইসি।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিএসইসি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বৃদ্ধির জন্য কমিশনের কার্যক্রম সম্পর্কে সভায় আলোচনা করা হয়েছে। পাশাপাশি পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্যও বিএসইসির কার্যক্রমের বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।

এছাড়াও এদিনের সভায়দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সর্বোপরি দেশের পুঁজিবাজারকে আরো এগিয়ে নিতে আইএফসির সহযোগিতার কথা আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আইএফসির ৫ সদস্যের প্রতিনিধি দল।

আইএফসির প্রতিনিধি দলে ছিলেন আইএফসি সাউথ এশিয়া-এর আঞ্চলিক পরিচালক ইমাদ ফাখৌরি, আইএফসির আঞ্চলিক প্রধান ঝুঁকি কর্মকর্তা বিবেক পাঠক, আইএফসির সিনিয়র কান্ট্রি অফিসার কাজী ফারহান জহির, আইএফসির ম্যানেজার উইলফ্রেড টেমেগনন এবং আইএফসির প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...