জানুয়ারি ২৩, ২০২৫

বিএনপির নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই অনুষ্ঠানের আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতৃত্ব এখন চ্যালেঞ্জের মুখে। বিএনপি-জামায়াতের নেতৃত্বে জ্বালাওপোড়াও এর রাজনীতি বন্ধ করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত গাজায় চলা গণহত্যা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেনি। ইসরায়েলি বাহিনীর অনুকরণ করে দেশের হাসপাতালে হামলা চালিয়েছে। তারা আসলে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। যারা গণহত্যার সমর্থন করে তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।

হাছান মাহমুদ বলেন, জামায়াত ইসলামের আইন প্রতিষ্ঠা করতে চায়, অথচ তারা গাজার গণহত্যা নিয়ে কোনো কথা বলেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত যেকোনো সরকারের চেয়ে এবারের শেখ হাসিনার সরকার শক্তিশালী। ৭৮ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছে। ৩২টি আন্তর্জাতিক সংস্থাও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। ওআইসিতে এই গণহত্যার বিরুদ্ধে সরকার তার কঠোর অবস্থা তুলে ধরবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...