জানুয়ারি ৫, ২০২৫

দারুণ ধৈর্য্যের পরীক্ষা দিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আজ বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে ১০৯ বল খেলে ১০ চারে সেঞ্চুরি পূর্ণ করেন। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ঊনিশতম সেঞ্চুরি এবং ইনিংস হিসেবে সবচেয়ে দ্রুততম। তিনি ১০৪ ম্যাচ খেলে ১০২ ইনিংসে ১৯টি সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান।

শুধু তাই নয়, এই সেঞ্চুরির মধ্য দিয়ে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে ধোনি ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি করেছিলেন। আজ বাবরও অধিনায়ক হিসেবে ষষ্ঠ সেঞ্চুরি পেলেন। এই তালিকায় শীর্ষে আছেন কোহলি। দলকে নেতৃত্ব দেওয়ার সময় তিনি ১২টি সেঞ্চুরি করেছিলেন।

সেঞ্চুরি তুলে নিয়ে মারমুখী ব্যাটিং শুরু করেন বাবর। তার ব্যাটে ভর করে নেপালের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে পাকিস্তান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...