জানুয়ারি ২২, ২০২৫

আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৩-২ গোলে জয়ের ম্যাচে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। তারপরও ভক্তদের মন জয় করতে পারেননি তিনি। বরং ‘মেসি, মেসি’ ধ্বনিতে উত্যক্ত করা হয় তাকে।

তাৎক্ষনিকভাবে রোনালদো ওই ঘটনায় বাজে অঙ্গভঙ্গি করে বসেন। কানে হাত দিয়ে প্রথমে শোনার ভান করেন। এরপর বাজেভাবে দর্শকদের উদ্দেশ্যে ইঙ্গিত করেন তিনি।

ওই ঘটনায় সৌদি ফুটবল কর্তৃপক্ষ তদন্তে নেমেছে। ওই তদন্তে দোষী প্রমাণিত হলে রোনালদোকে ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারেন। সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যম এমনই খবর দিয়েছে।

সৌদি আরবিয়ান ফুটবল ফেডারেশন তদন্ত করছে জানিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, লিগ শৃঙ্খলা রক্ষা কমিটি তদন্ত শুরু করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তারা বিশ্লেষণ করছেন। আগামী দু’দিনের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...