জানুয়ারি ১১, ২০২৫

ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশি ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বলা যায়, টলিউডে তার আজকের অবস্থানের পেছনে ঢালিউডের ভূমিকা অপরসীম।

এখনও নিয়মিত ঢাকাই ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা। সেই ধারাবাহিকতায় ‘বাঙালি বিলাস’ নামে একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। এ দেশে শুটিংয়ের অনুমতিও দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি এসেছে গণমাধ্যমের হাতে। চিঠিতে দেখা যায়, বাংলাদেশে দুই মাস সিনেমায় কাজের জন্য অনুমতি পেয়েছেন ঋতুপর্ণা।

জানা গেছে, ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন এবাদুর রহমান। তবে এতে ঋতুপর্ণা ছাড়া আর কোন কোন শিল্পী থাকছেন বা কবে থেকে এর শুটিং শুরু হবে—এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে গেল বছরের আগস্টে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ ছবিতে শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...