১৯ সেপ্টেম্বর আবার বাংলাদেশে সাইবার হামলা চালানোর হুমকি দিয়েছে নিজেদের ভারতীয় দাবি করা একটি হ্যাকার গ্রুপ। এ গোষ্ঠীটিই এর আগে হুমকি দিয়েছিল ১৫ আগস্ট সাইবার হামলার ঝড় বইয়ে দেয়ার।
সেই হুমকির পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধের নানা উদ্যোগের কথা জানিয়েছিল। তবে গ্রুপটি ১৫ আগস্টের আগে ও পরে সরকারি-বেসরকারি অনেক ওয়েবসাইট ও নেটওয়ার্কে হামলা চালিয়েছে এবং তথ্য চুরি করেছে ৷
এবার গোষ্ঠীটি বুধবার টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়ে বলে, ১৯ সেপ্টেম্বর বাংলাদেশে সাইবার হামলা চালানো হবে। তারা অভিযোগ করেছে, বাংলাদেশের পক্ষ থেকে তাদের হামলা চালাতে উদ্বুদ্ধ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি-বেসকারি প্রতিষ্ঠানে সাইবার হামলা বেড়েই চলছে। ১৫ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রায় ৩৬টি ওয়েবসাইট ও নেটওয়ার্কে হামলা চালিয়েছে ভারতীয় হ্যাকার গ্রুপ।